cardiff-cricket-ground

কার্ডিফ ঘিরে বাংলাদেশের বেশ কিছু সুখস্মৃতি রয়েছে। কার্ডিফের স্মৃতিকে আরও মুখরিত করতে এবার সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড।

চলতি বিশ্বকাপের ১২তম ও নিজেদের তৃতীয় ম্যাচে আজ বিকেল সাড়ে ৩টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আর এ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হবে না তো? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টাইগার ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মনে।

ভালো খবর হলো, কার্ডিফের আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

কার্ডিফের শনিবারের আবহাওয়ার পূর্ভাবাস বলছে, শনিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। ম্যাচ না হবার কারণ নেই বললেই চলে। বৃষ্টির কারণে যদি একটু আধটু বিঘ্ন ঘটে, তাতেও ম্যাচ বাতিল করার মতো জোরদার হওয়ার সম্ভাবনা নেই।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে দুই উইকেটে হারে বাংলাদেশ।

তাই আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য।শক্তিশালী ইংল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালের পথ অনেকটাই সুগম হবে মাশরাফিবাহিনীর।