টানা দুই বিশ্বকাপে জয়ের পর আজ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হ্যাটট্রিক জয়ের মিশন। ২০১১ সালে চট্টগ্রামে ২ উইকেটে জয়ের পর ২০১৫ সালে এডিলেডে জিতেছিল ১৫ রানে।
আজ শনিবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান জানান, “বাংলাদেশের হুমকি মোকাবেলায় তার দল প্রস্তুত। ওরা একটা হুমকি। তবে আশা করি, আমরা ভালো খেলতে পারব আর ওদের হারাতে পারব।”
প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য উন্মুখ হয়ে থাকা ইংল্যান্ড আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের কাছে ১৪ রানে পরাজিত হয়।
তবুও আজ কার্ডিফের ম্যাচেও তাদের আক্রমণাত্মক মনোভাবের কোনো পরিবর্তন হবে না বলে উল্লেখ করেন মরগান।