বিশ্বকাপের অন্যতম দুই দাবিদার। তাদের লড়াই দেখতে মুখিয়ে ছিল পুরো ক্রিকেট বিশ্ব। শেষ পর্যন্ত জয় হলো ভারতেরই। জয়ের কাছাকাছি গিয়েও ৩১৬ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভারতের কাছে তারা হেরেছে ৩৬ রানে।
INDIA WIN!
Their bowlers bowl Australia out for 316 after Shikhar Dhawan led with the bat scoring 117.#TeamIndia #INDvAUS #CWC19 pic.twitter.com/9CaZ8a1PY0
— Cricket World Cup (@cricketworldcup) June 9, 2019
ভারতের পক্ষে সর্বোচ্চ ১১৭ রান করেন শেখর ধাওয়ান। ১১৭ রান করতে ১৬টি চারে হাঁকান ভারতের এ ওপেনার। এছাড়া কোহলি ৭৭ বলে ৮২ রানের ইনিংস খেলেন।
অন্যদিকে পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৪ বল খেলে ৫৬ রান করে আউট হন ওয়ার্নার। স্মিথ ৭০ বল খেলে ৬৯ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৫২/৫ (রোহিত ৫৭, ধাওয়ান ১১৭, কোহলি ৮২, পান্ডিয়া ৪৮, ধোনি ২৭, রাহুল ১১*, কেদার ০*; কামিন্স ১০-০-৫৫-১, স্টার্ক ১০-০-৭৪-১, কোল্টার-নাইল ১০-১-৬৩-১, ম্যাক্সওয়েল ৭-০-৪৫-০, জ্যাম্পা ৬-০-৫০-০, স্টয়নিস ৭-০-৬২-২)
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩১৬ (ওয়ার্নার ৫৬, ফিঞ্চ ৩৬, স্মিথ ৬৯, খাওয়াজা ৪২, ম্যাক্সওয়েল ২৮, স্টয়নিস ০, কেয়ারি ৫৫*, কোল্টার-নাইল ৪, কামিন্স ৮, স্টার্ক ৩, জ্যাম্পা ১; ভুবনেশ্বর ১০-০-৫০-৩, বুমরাহ ১০-১-৬১-৩, পান্ডিয়া ১০-০৬৮-০, কুলদীপ ৯-০-৫৫-০, চেহেল ১০-০-৬২-২, কেদার ১-০-১৪-০)
ফল: ভারত ৩৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শিখর ধাওয়ান