বহুল কাঙ্খিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল । এর ফলে ভাগাভাগি হল বাংলাদেশ-শ্রীলঙ্কার পয়েন্ট ।
Unfortunately, Bangladesh’s #CWC19 fixture against Sri Lanka has been called off due to the inclement weather.
The points have been shared. pic.twitter.com/GHqKa0Hm48
— Cricket World Cup (@cricketworldcup) June 11, 2019
১ পয়েন্ট করে ভাগ করে নিল দুই দল। চার ম্যাচে এক জয়, দুই হার ও শ্রীলংকার বিপক্ষে বাতিল হওয়া ম্যাচে এক পয়েন্ট নিয়ে টাইগারদের সংগ্রহ এখন ৩ পয়েন্ট। সমান ম্যাচে শ্রীলঙ্কা একটি হেরেছে, একটি জিতেছে এবং দুটি পরিত্যক্ত হয়েছে। তাদের পয়েন্ট ৪
চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এর আগে গত শুক্রবার এই মাঠেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচেও টস সম্ভব হয়নি।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে । ম্যাচটি অনুষ্ঠিত হবে টন্টনে।