পাক-ভারত ম্যাচ মানেই উত্তেজনা । এই উত্তেজনা শুধু ২২ গজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মাঠের বাইরেও এই উত্তাপ ছড়িয়ে পড়ে। যেমনটি হয়েছে ১৬ জুন পাকিস্তান বনাম ভারতের মধ্যকার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচটি ঘিরে। এই ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের টেলিভশন একটি বিজ্ঞাপন প্রচার করছে ।
Jazz TV advt on #CWC19 takes the Indo-Pak air duel to new level. It uses the air duel over Nowshera and Wing Co Abhinandan Varthaman’s issue as a prop. @IAF_MCC @thetribunechd @SpokespersonMoD @DefenceMinIndia pic.twitter.com/30v4H6MOpU
— Ajay Banerjee (@ajaynewsman) June 11, 2019
ওই বিজ্ঞাপনটিতে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে হাতে চায়ের কাপ নিয়ে পাক সেনার প্রশ্নের জবাব দিতে দেখা যাচ্ছে। পাকিস্তানের হাতে বন্দি থাকাকালীন এই রকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেটিকে অনুকরণ করে বিজ্ঞাপনটি তৈরি হয়েছে।
He: what’s ur name? #Abhinandan: #AbhinandanVarthaman
He:u are from which place in India?
Abhi: am frm down south india
He: are u married?
Abhi: yes
He: how was the tea?
Abhi:tea is fantastic
He: which aircraft u fly?
Abhi: am not supposed to tell u thatpic.twitter.com/rkrVwUgJU0— Reddisaab (@aSouthIndian) March 4, 2019
পাকিস্তানে ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচার করছে জ্যাজ টিভি। তারাই বিজ্ঞাপনটি তৈরি করেছে। সেখানে দেখানো হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের নীল জার্সি পরা এক ব্যক্তি চায়ের কাপ হাতে অভিনন্দন বর্তমানের মতো দেখতে এক ব্যক্তিকে কিছু প্রশ্ন করা হচ্ছে।
‘টস জিতলে কী করবে’? অভিনন্দনের মতই এই অভিনেতা বলছেন, ‘আই অ্যাম সরি, আই অ্যাম নট সাপোজোড টু টেল ইউ দিস।’
এরপরের প্রশ্ন, প্রথম একাদশে কেমন হবে ? তাতেও একই উত্তর ।
তাঁকে এক কাপ চা খেতে দেওয়ার পর জিজ্ঞাসা করা হয় চা কেমন? উত্তরে অভিনন্দনের কায়দায় এই অভিনেতা বলেন,‘ফ্যানটাস্টিক’।
এর পর ‘অভিনন্দন’কে চলে যেতে বলা হয়। কিন্তু যাওয়ার সময় পিছন থেকে কেউ এক জন বলেন , ‘‘কাপটা কোথায় নিয়ে যাচ্ছ?” এই বলে তার থেকে কাপটা রেখে দেয়।