Image source: Cricket World Cup/twitter

চলতি বিশ্বকাপে আজকের ম্যাচটিকে বলা হচ্ছিল সবচেয়ে উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে। দর্শকরাও আশায় ছিলেন সময়ের দুই ক্রিকেট পরাশক্তি ভারত-নিউজিল্যান্ডের লড়াই দেখার। কিন্তু সেটা আর হলো কই?


১৮টি ম্যাচের মধ্যে ৪ নম্বর ম্যাচ হিসেবে আজ পরিত্যক্ত হয়েছে ভারত-নিউজিল্যান্ড লড়াই। কারণ সেই বৃষ্টি!

ব্রিস্টলে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সেই দুই ম্যাচের মতো নটিংহ্যামের ম্যচেও টস করা সম্ভব হয়নি।

সাউথ্যাম্পটনে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে খেলা সম্ভব হয়েছিল কেবল ৭ ওভার ৩ বল।

চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভারত।