উইন্ডিজের বিপক্ষে হেসখেলে জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ক্যারিবীয়দের দেওয়া মাত্র ২১৩ রানের টার্গেট ছুঁতে মাত্র ৩৩ ওভার সময় নিয়েছে বিশ্বকাপের আয়োজকরা।
England win by 8️⃣ wickets!
A clinical performance with bat and ball helps them overcome West Indies in Southampton. 💯
SCORECARD ▶️ https://t.co/HmtembPBxn#WeAreEngland pic.twitter.com/oqdKoDOGHB
— Cricket World Cup (@cricketworldcup) June 14, 2019
পাকিস্তানের পর আরেকটি সেঞ্চুরি উপহার দিয়েছেন জো রুট। বল হাতে ম্যাচের মূল জুটিও ভেঙেছেন তিনি। এরপর ব্যাট হাতে পুরোভাগে নেতৃত্ব দিয়েছেন ইংলিশদের। তাই ম্যাচ সেরা হয়েছেন তিনিই।
সাউদাম্পটনে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪.৪ ওভারে মাত্র ২১২ রানে অল-আউট হয়ে যায় উইন্ডিজ।
চলতি বিশ্বকাপে জ্বলে উঠতে পারছেন না ক্যারিবিয়ান দানব। আজ তার সঙ্গে ৫০ রানের দ্বিতীয় উইকেট জুটি বাঁধেন শাই হোপ।
লিয়াম প্ল্যাংকেটের বলে জনি বেয়ারস্টোর তালুবন্দি হয়ে ফিরেন ৪১ বলে ৩৬ রান করা দ্য ইউনিভার্স বস।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.৪ ওভারে ২১২ (গেইল ৩৬, লুইস ২, হোপ ১১, পুরান ৬৩, হেটমায়ার ৩৯, হোল্ডার ৯, রাসেল ২১, ব্র্যাথওয়েট ১৪, কটরেল ০, টমাস ০*, গ্যাব্রিয়েল ০; ওকস ৫-২-১৬-১, আর্চার ৯-১-৩০-৩, প্লানকেট ৫-০-৩০-১, উড ৬.৪-০-১৮-৩, স্টোকস ৪-০-২৫-০, রশিদ ১০-০-৬১-০, রুট ৫-০-২৭-২)
ইংল্যান্ড: ৩৩.১ ওভারে ২১৩/২ (বেয়ারস্টো ৪৫, রুট ১০০*, ওকস ৪০, স্টোকস ১০*; কটরেল ৩-০-১৭-০, টমাস ৬-০-৪৩-০, গ্যাব্রিয়েল ৭-০-৪৯-২, রাসেল ২-০-১৪-০, হোল্ডার ৫.১-০-৩১-০, ব্র্যাথওয়েট ৫-০-৩৫-০, গেইল ৫-০-২২-০)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জো রুট