বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচটিতেই আজ হানা দিয়েছিল বৃষ্টি। দর্শকরাও পূর্বাভাস দেখে ছাতা নিয়ে গ্যালারিতে এসেছিলেন। তবে দ্রুতই বৃষ্টি থামলে ওভার কর্তন ছাড়াই ম্যাচ আবার শুরু হয়। রোহিত শর্মার বিধ্বংসী সেঞ্চুরি আর বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে রান পাহাড় গড়েছে ভারত।
Rohit Sharma’s brilliant 140 and fifties from KL Rahul and Virat Kohli power India to 336/5. Can #SarfarazAhmed and Co. chase down the target?
Download the official #CWC19 app ⬇️
APPLE 👉 https://t.co/whJQyCahHr
ANDROID 👉 https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/VRwmwZxyY3— Cricket World Cup (@cricketworldcup) June 16, 2019
নির্ধারিত ৫০ ওভারে ক্রিকেট শক্তিধর দেশটির সংগ্রহ ৫ উইকেটে ৩৩৬ রান। পাকিস্তানের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি এবং লোকেশ রাহুল ও বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে দারুণ শুরু করে ভারত।
প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন রোহিত। রবিবার ম্যানচেস্টারে ৮৫ বলে সেঞ্চুরি করেন এই ওপেনার। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১১১ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৩৬/৫ (রাহুল ৫৭, রোহিত ১৪০, কোহলি ৭৭, পান্ডিয়া ২৬, ধোনি ১, শঙ্কর ১৫*, কেদার ৯*; আমির ১০-১-৪৭-৩, হাসান ৯-০-৮৪-১, ওয়াহাব ১০-০-৭১-১, ওয়াসিম ১০-০-৪৯-০, শাদাব ৯-০-৬১-০, মালিক ১-০-১১-০, হাফিজ ১-০-১১-০)