বিশ্বকাপে এউইন মরগানের রেকর্ড ভাঙা এক ইনিংসে রান পাহাড় গড়ে ইংল্যান্ড। আফগানিস্তান সেই চূড়ায় উঠতে না পারলেও ব্যাট হাতে উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়েছে। ম্যানচেস্টারে ম্যাচটি ১৫০ রানে জিতে পাঁচ ম্যাচ শেষে শীর্ষে উঠেছে ইংল্যান্ড।
4️⃣ WINS OUT OF 5️⃣ FOR ENGLAND 🔥
✔️ 397 runs
✔️ 25 sixes
✔️ 8 wicketsThe hosts were in complete control in #ENGvAFG at Old Trafford as they won by 150 runs today! pic.twitter.com/wsVUlF6oBp
— Cricket World Cup (@cricketworldcup) June 18, 2019
৮ পয়েন্ট নিয়ে সবার উপরে স্বাগতিকরা। সমান খেলে একই পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। সেরা চারের বাকি দুই দল নিউজিল্যান্ড ও ভারত। দুই দলই চারটি করে ম্যাচ খেলে ৭ পয়েন্ট অর্জন করেছে।
টস জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ডের শুরুটা ছিল সাবধানী। জেসন রয়ের চোটে প্রথমবারের মতো বিশ্বকাপে মাঠে নামা জেমস ভিন্স ফিরেন থিতু হয়ে।
জো রুট ক্রিজে যাওয়ার পর বাড়ে রানের গতি। ৬ উইকেটে ৩৯৭ রান করে ইংল্যান্ড। দলের রেকর্ড ২৫ ছয়ের মধ্যে ১৭টিই মেরেছেন মরগান, ওয়ানডেতে কোনও ব্যাটসম্যানের পক্ষে যা সর্বোচ্চ।
এই বিশাল লক্ষ্যে ছুটতে গিয়ে আফগানিস্তান থেমেছে ৮ উইকেটে ২৪৭ রানে। মাত্র ৭১ বলে মরগান তার ক্যারিয়ার সেরা ১৪৮ রান করেন।
এছাড়া ইংল্যান্ডকে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান এনে দিতে জনি বেয়ারস্টোর ৯০ ও জো রুটের ৮৮ রান অবদান রাখে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৯৭/৬ (ভিন্স ২৬, বেয়ারস্টো ৯০, রুট ৮৮, মর্গ্যান ১৪৮, বাটলার ২, স্টোকস ২, মইন ৩১*, ওকস ১*; মুজিব ১০-০-৪৪-০, দৌলত ১০-০-৮৫-৩, নবি ৯-০-৭০-০, নাইব ১০-০-৬৮-৩, রহমত ২-০-১৯-০, রশিদ ৯-০-১১০-০)
আফগানিস্তান: ৫০ ওভারে ২৪৭/৮ (জাদরান ০, নাইব ৩৭, রহমত ৪৬, শাহিদি ৭৬, আসগর ৪৪, নবি ৯, নাজিবউল্লাহ ১৫, রশিদ ৮, ইকরাম ৩*, দৌলত ০*; ওকস ৯-০-৪১-০, আর্চার ১০-১-৫২-৩, মইন ৭-০-৩৫-০, উড ১০-১-৪০-২, স্টোকস ৪-০-১২-০, রশিদ ১০-০-৬৬-৩)
ফল: ইংল্যান্ড ১৫০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ওয়েন মর্গ্যান