Image source: ICC/twitter

দুর্দান্ত এক ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্বকাপ। শেষ পর্যন্ত জমে থাকা ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিলো নিউজিল্যান্ড। বুধবার কেন উইলিয়ামসনের হার না মানা সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ বল আগে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে কিউইরা। এই জয়ে সেমিফাইনালের পথে বড় ধাপ ফেললো নিউজিল্যান্ড।

আউটফিল্ড ভেজা থাকায় বুধবার দেরিতে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৯ ওভারে। টস জিতে ফিল্ডিং নেন উইলিয়ামসন। কন্ডিশনের সুবিধা দারুণভাবে কাজে লাগান নিউ জিল্যান্ডের বোলাররা। কঠিন করে তোলেন রান নেওয়া। হাশিম আমলা ও রাসি ফন ডার ডাসেনের ফিফটিতে ৬ উইকেটে ২৪১ পর্যন্ত যায় দক্ষিণ আফ্রিকা।

চাপের মধ্যেও অসাধারণ এক ইনিংসে ম্যাচের ভাগ্য গড়ে দেন উইলিয়ামসন। অপরাজিত ১০৬ রানের ইনিংসে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভারে ২৪১/৬ (ডি কক ৫, আমলা ৫৫, দু প্লেসি ২৩, মারক্রাম ৩৮, ফন ডার ডাসেন ৬৭*, মিলার ৩৬, ফেলুকোয়ায়ো ০, মরিস ৬*; হেনরি ১০-২-৩৪-০, বোল্ট ১০-০-৬৩-১, ফার্গুসন ১০-০-৫৯-৩, ডি গ্র্যান্ডহোম ১০-০-৩৩-১, স্যান্টনার ৯-০-৪৫-১)

নিউ জিল্যান্ড: ৪৮.৩ ওভারে ২৪৫/৬ (গাপটিল ৩৫, মানরো ৯, উইলিয়ামসন ১০৬*, টেইলর ১, ল্যাথাম ১, নিশাম ২৩, ডি গ্র্যান্ডহোম ৬০, স্যান্টনার ২*; রাবাদা ১০-০-৪২-১, এনগিডি ১০-১-৪৭-১, মরিস ১০-০-৪৯-৩, ফেলুকোয়ায়ো ৮.৩-০-৭৩-১, তাহির ১০-০-৩৩-০)

ফল: নিউ জিল্যান্ড ৪ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: কেন উইলিয়ামসন