হারলে সেমিফাইনালের স্বপ্ন একরকম শেষ হয়ে যেত পাকিস্তানের। এবারের বিশ্বকাপের অজেয় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল তাই বাঁচা-মরার। বাবর আজমের সেঞ্চুরিতে সেই চ্যালেঞ্জটা কী চমৎকারভাবেই না টপকে গেল পাকিস্তান। নিউজিল্যান্ডকে প্রথম হারের তিক্ততা দিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সরফরাজ আহমেদরা ৬ উইকেটের জয়ে।
A MASSIVE result for Pakistan.
They win by six wickets.#WeHaveWeWill pic.twitter.com/pmrobUwaRy
— Cricket World Cup (@cricketworldcup) June 26, 2019
৭ ম্যাচে মোট ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এল পাকিস্তান। তাদের (-০.৯৭৬) সমান পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে থাকায় টেবিলের পাঁচে বাংলাদেশ (-০.১৩৩)।
তবে পাকিস্তানের এ জয়ে বাংলাদেশ দলের ওপর চাপ কিছুটা হলেও বাড়ল। দুই দলেরই পয়েন্ট সমান, হাতেও রয়েছে সমান দুটি করে ম্যাচ।
Pakistan are now just one point of fourth place 👀 #CWC19 | #NZvPAK | #WeHaveWeWill pic.twitter.com/T9AVFjjPD5
— Cricket World Cup (@cricketworldcup) June 26, 2019
অর্থাৎ সেমিতে ওঠার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে দুই দলকে। আর আজকের হারে সেমিফাইনালে ওঠার অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে কেন উইলিয়ামসনের দল।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৩৭/৬ (গাপটিল ৫, মানরো ১২, উইলিয়ামসন ৪১, টেইলর ৩, ল্যাথাম ১, নিশাম ৯৭*, ডি গ্র্যান্ডহোম ৬৪, স্যান্টনার ৫*; হাফিজ ৭-০-২২-০, আমির ১০-০-৬৭-১, আফ্রিদি ১০-৩-২৮-৩, ওয়াসিম ৩-০-১৭-০, শাদাব ১০-০-৪৩-১, ওয়াহাব ১০-০-৫৫-০)
পাকিস্তান: ৪৯.১ ওভারে ২৪১/৪ (ইমাম ১৯, ফখর ৯, বাবর ১০১*, হাফিজ ৩২, সোহেল ৬৮, সরফরাজ ৫*; বোল্ট ১০-০-৪৮-১, হেনরি ৭-০-২৫-০, ফার্গুসন ৮.১-০-৫০-১, ডি গ্র্যান্ডহোম ২-০-১২-০, স্যান্টনার ১০-০-৩৮-০, নিশাম ৩-০-২০-০, উইলিয়ামসন ৮-০-৩৯-১, মানরো ১-০-৯-০)
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: বাবর আজম