West Indies cricket team
Image source: Cricket World Cup/twitter

বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বিদায় নিশ্চিত হয়ে যাওয়াতে সান্ত্বনার  কিছু পেতে উন্মুখ ছিল দুই দলই। তার প্রমাণও মিললো দুই দলের ইনিংসে। জয়ের সম্ভাবনা তৈরি করেও আফগানিস্তান হেরে গেছে ২৩ রানে।


৩১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮৮ রানে ‍গুটিয়ে গেছে আফগানিস্তান। এরফলে ক্যারিবীয়রা দুটি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করলো। আর আফগানিস্তান হেরেছে সবকটিতেই।

বিশ্বকাপ বাছাই পর্বে এই আফগানিস্তানে কাছে দুইবার হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। মূল পর্বের লড়াইয়ের শুরুটাও ভালো হয়নি তাদের।

বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দেওয়া আছে ক্রিস গেইলের। অথচ ইউনিভার্স বস থাকলেন বাক্সবন্দী হয়েই।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩১১/৬ (গেইল ৭, লুইস ৫৮, হোপ ৭৭, হেটমায়ার ৩৯, পুরান ৫৮, হোল্ডার ৪৫, ব্র্যাথওয়েট ১৪*, অ্যালেন ০*; মুজিব ১০-০-৫২-০, দৌলত ৯-১-৭৩-২, শিরজাদ ৮-০-৫৬-১, গুলবাদিন ৩-০-১৮-০, নবি ১০-০-৫৬-১, রশিদ ১০-০-৫২-১)

আফগানিস্তান: ৫০ ওভারে ২৮৮ (গুলবাদিন ৫, রহমত ৬২, ইকরাম ৮৬, নাজিবউল্লাহ ৩১, আসগর ৪০, নবি ২, শিনওয়ারি ৬, রশিদ ৯, দৌলত ১, শিরজাদ ২৫, মুজিব ৭*; কটরেল ৭-০-৪৩-০, রোচ ১০-২-৩৭-৩, টমাস ৭-০-৪৩-১, হোল্ডার ৮-০-৪৬-০, অ্যালেন ৩-০-২৬-০, ব্র্যাথওয়েট ৯-০-৬৩-৪, গেইল ৬-০-২৮-১)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৩ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ:  শেই হোপ