শনিবার (৬ জুলাই) বিশ্বকাপ ক্রিকেটের লিগ পর্বের শেষ দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে লিডসের হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ভারত। ফলে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার উপরের জায়গাটা দখল করেছে তারা।
The final #CWC19 standings table!
A loss to South Africa in Manchester means Australia finish second on the points table behind India. pic.twitter.com/cIMNDM4utP
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
অন্য ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হেরে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার দুইয়ে আছে অস্ট্রেলিয়া ।
The #CWC19 semi-finals are confirmed! 👊 pic.twitter.com/rpnOaeWAzr
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
বিশ্বকাপের সূচি অনুসারে, পয়েন্ট তালিকার এক নম্বর দল হিসাবে ভারত ৯ জুলাই প্রথম সেমি-ফাইনালে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ১১ জুলাই দ্বিতীয় সেমি-ফাইনালে বার্মিংহামে অস্ট্রেলিয়া লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।
৯ জুলাই প্রথম সেমি-ফাইনালে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এর দুই দিন পর অর্থাৎ ১১ জুলাই দ্বিতীয় সেমি-ফাইনালে বার্মিংহামে অস্ট্রেলিয়া লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। জয়ী দুই দল আগামী ১৪ জুলাই শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে।