rain-postpones-match
Image source: Cricket World Cup /twitter ·

এই বিশ্বকাপে বেশ কয়েকবার বৃষ্টিতে পণ্ড হয়েছে ম্যাচ। রাউন্ড রবিন লিগের ওই ম্যাচগুলোতে পয়েন্ট ভাগাভাগি করেছে দলগুলো। মঙ্গলবার প্রথম সেমিফাইনালেও বৃষ্টি বাগড়া দিলো।


তবে আশার কথা হলো, ভারত ও নিউজিল্যান্ডের এদিনের খেলা বাতিল হলেও রিজার্ভ ডে আছে। যেখানে খেলা শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে বুধবারের খেলা।

ম্যানচেষ্টারে মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলার পর নামে বৃষ্টি। এরপর আর খেলা শুরু হতে পারেনি।

নিয়ম অনুযায়ী বুধবার রিজার্ভ ডেতে খেলা শুরু হবে এখান থেকেই। দিনের শুরুতেই বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয় আবহাওয়া পূর্বাভাসে।


তবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের ইনিংসের শেষ দিকে নামে বৃষ্টি। প্রায় সাড়ে চার ঘণ্টা পরও আবহাওয়া ও আউটফিল্ড অনুকূলে না থাকায় ভারত ও কিউইদের সেমিফাইনাল গড়ালো রিজার্ভ ডেতে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৪৬.১ ওভারে ২১১/৫ (গাপটিল ১, নিকোলস ২৮, উইলিয়ামসন ৬৭, টেইলর ৬৭*, নিশাম ১২, ডি গ্র্যান্ডহোম ১৬, ল্যাথাম ৩*; ভুবনেশ্বর ৮.১-১-৩০-১, বুমরাহ ৮-১-২৫-১, পান্ডিয়া ১০-০-৫৫-১, জাদেজা ১০-০-৩৪-১, চেহেল ১০-০-৬৩-১)।