বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে স্বল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনারদের দাপটে চোখে সর্ষের ফুল দেখেন ভারতীয় ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট হারিয়ে শেষ চারের লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়েন ভারতীয় শিবির।
NEW ZEALAND ARE IN THE WORLD CUP FINAL!
WHAT A GAME!#CWC19 pic.twitter.com/HKZ0VTgNVE
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019
আর সেই কোণঠাসা থেকে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। বিশ্বের সেরা ব্যাটিং বিশ্বকাপে ব্যর্থ ভারত।
ক্রিকেটের কথিত ‘তিন মোড়ল’ এর এক মোড়ল বিদায় নিল ক্রিকেট বিশ্বকাপ থেকে। নিষ্প্রাণ হয়ে পড়া ম্যাচে প্রাণ ফিরিয়েছিল জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির অসাধারণ জুটি।
কিন্তু দুর্দান্ত বোলিংয়ে ফিল্ডিংয়ে ভারতকে হতাশ করে কিউইরাই হাসল শেষ হাসি। ১৮ রানের জয়ে পা রাখল ফাইনালের মঞ্চে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৩৯/৮ (গাপটিল ১, নিকোলস ২৮, উইলিয়ামসন ৬৭, টেইলর ৭৪, নিশাম ১২, ডি গ্র্যান্ডহোম ১৬, ল্যাথাম ১০, স্যান্টনার ৯*, হেনরি ১, বোল্ট ৩*; ভুবনেশ্বর ১০-১-৩৪-৩, বুমরাহ ১০-১-৩৯-১, পান্ডিয়া ১০-০-৫৫-১, জাদেজা ১০-০-৩৪-১, চেহেল ১০-০-৬৩-১)।
ভারত: ৪৯.৩ ওভারে ২২১ ( রাহুল ১, রোহিত ১, কোহলি ১, পান্ত ৩২, কার্তিক ৬, পান্ডিয়া , ধোনি ৫০, জাদেজা ৭৭, ভুবনেশ্বর ০, চেহেল ৫, বুমরাহ ০*; বোল্ট ১০-২-৪২-২, হেনরি ১০-১-৩৭-৩, ফার্গুসন ১০-০-৪৩-১, ডি গ্রান্ডহোম ২-০-১৩-০, নিশাম , স্যান্টনার ১০-২-৩৪-২)।
ফল: নিউ জিল্যান্ড ১৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ম্যাট হেনরি