বিশ্বকাপ ক্রিকেটের আগে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার তালিকার পুনরায় শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের রশিদ খানকে হটিয়ে পুনরায় শীর্ষ স্থান দখল করলেন এ অভিজ্ঞ ক্রিকেটার।
🚨 Look who’s back at No.1 on the @MRFWorldwide ICC Player Rankings!@Sah75official will go into #CWC19 as the top ranked all-rounder on the charts! 👏 pic.twitter.com/99HkuZih7D
— ICC (@ICC) May 22, 2019
৩২ বছর বয়সী বাংলাদেশ ওয়ানডে দলের সহ অধিনায়ক সাকিব টেস্ট ও টি-২০ উভয় ফরম্যাটে অলরাউন্ডার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে তিন ম্যাচে ১৩৪ রান করার পাশাপাশি ২ উইকেট শিকার করেন সাকিব।
আয়ারল্যান্ড সিরিজের আগে রশিদের চেয়ে সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে ৩৪১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন সাকিব। বর্তমানে ৩৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রশিদ।
ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বহু দলীয় কোন টুর্নামেন্টের শিরোপা জয় করে টাইগাররা।
টেস্ট অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টি-২০তে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।