Sakib Al hasan

চারদিকে করোনা আতঙ্কের মধ্যে সুখবর দিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের এ তারকা ক্রিকেটার। শুক্রবার (সন্ধ্যা) বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসানের ব্যক্তিগত ম্যানেজার রাব্বি আমিন সোহান।

২০১২ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালে নিজেদের প্রথম সন্তান জন্ম দেন। বর্তমানে স্ত্রী-সন্তানের সাথে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় করোনাভাইরাসের শঙ্কা এড়াতে নিয়ম অনুযায়ী তাকে থাকতে হয়েছিল ১৪ দিনের কোয়ারেন্টিনে।

এর পরপরই জানিয়েছিলেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। বড় মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবি সংযুক্ত করেছিলেন, যেখানে আলায়না ‘স্বাগতম’ লেখা একটি ছোট বাচ্চার জামা আঁকড়ে ছিল আর ক্যাপশনে সাকিব-শিশির লিখেছিলেন- ‘বিগ সিস্টারহুড’।