মহামারী করোনাভাইরাসের কারণে অনেকদিন ক্রিকেট খেলা নেই । তারপরও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা
আইসিসি প্রকাশিত র্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে একধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে। টেস্টে শীর্ষ স্থান হারিয়েছে ভারত। শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া।
এই প্রথমবার টি-টোয়েন্টিতে র্যাংকিংয়ে প্রথমবার শীর্ষস্থানে পৌঁছালো অস্ট্রেলিয়া। ২০১৮ সালের জানুয়ারিতে শীর্ষ অবস্থানের পর এবার ২৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তান ।
অন্যদিকে বাংলাদেশ ও ক্যারিবিয়ানরা ২২৯ পয়েন্ট নিয়ে সমান রয়েছে । তবে দু’দলের শেষ সিরিজে এগিয়ে থাকায় ৮-এ টাইগাররা। ইংল্যান্ড দুই, ভারত আছে তিন নম্বরে।
চার বছর পর আইসিসি টেস্ট র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে থাকা ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। শীর্ষ স্থান ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। ৮ পয়েন্ট বেড়ে তাদের হয়েছে এখন ১১৬ পয়েন্ট। ১১৫ পয়েন্ট নিয়ে টেস্টের দুই এ উঠে এসেছে নিউজিল্যান্ড। ভারত নেমে গেছে তিন নম্বরে। এরপরই যথাক্রমে আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ভারত তাদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। প্রথম অবস্থানে রয়েছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড। এ ক্ষেত্রে ৫৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের স্থান দশম ।