Image Source: ICC/Twitter

কথা-বার্তা আগেই হয়েছিল, অপেক্ষা ছিল চূড়ান্ত ঘোষণার। অবশেষে সোমবার পাওয়া গেল আনুষ্ঠানিক দিনক্ষণ। সামনের নভেম্বরে বাংলাদেশের ভারত সফরের সূচি চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।


দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি থাকলেও সফরে নেই কোনও ওয়ানডে ম্যাচ।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৯ বছর পেরিয়ে গেছে, অথচ ভারতের মাটিতে মাত্র একটি টেস্ট খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। পূর্ণাঙ্গ সিরিজ হয়নি কখনও।

২০১৭ সালে শুধুমাত্র একটি টেস্ট খেলতে ভারত গিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষা শেষে নভেম্বরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারতে যাবে টাইগাররা।

বাংলাদেশের ভারত সফরের সূচি:

ম্যাচ

তারিখ ভেন্যু

প্রথম টি-টোয়েন্টি

৩ নভেম্বর

দিল্লি

দ্বিতীয় টি-টোয়েন্টি

৭ নভেম্বর

রাজকোট

তৃতীয় টি-টোয়েন্টি

১০ নভেম্বর

নাগপুর

প্রথম টেস্ট

১৪-১৮ নভেম্বর

ইন্দোর

দ্বিতীয় টেস্ট ২২-২৬ নভেম্বর

কলকাতা