ধোনির যে তিনি অন্ধ ভক্ত তা অকপটে সকলের সামনে বারবার বলেছেন ডোয়েইন ব্রাভো। দীর্ঘ দিন ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে একসঙ্গে খেলার সৌজন্যে সম্পর্কের নিবিড়তা এমন জায়গায় পৌছেছে ধোনির সঙ্গে তার দাদা-ভাইয়ের সম্পর্ক।
The Helicopter 7 has taken off! @DJBravo47‘s tribute to #Thala @msdhoni, his brother from another mother! #HappyBirthdayDhoni #WhistlePodu 🦁💛 pic.twitter.com/KAs8gGFIzt
— Chennai Super Kings (@ChennaiIPL) July 6, 2020
এবছর জন্মদিনে ধোনির জন্য যে আলাদা গান প্রকাশ করতে চলেছেন ডিজে ব্রাভো, সেই কথা আগেই জানিয়েছিলেন। আর কথা মতই রাত ১২ টা বাজকে বাজতে প্রকাশ পেল ধোনির জন্মদিনে ডিজে ব্রাভোর স্পেশাল গিফট ‘হেলিকপ্টার সং’।
নিজের আইপিএল ক্যারিয়ারের বড় অংশ ব্রাভো খেলেছেন ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে। কাছ থেকে দেখে আরও অনেকের মতো তিনিও ধোনির গুণমুগ্ধ। গানের কথায় ধোনিকে তিনি উল্লেখ করেছেন ‘ভাই’ হিসেবে, ‘নেতা’ হিসেবে।
‘মাহি, মাহি’ কোরাস দিয়ে শুরু হয়েছে ব্রাভোর এই গান। পরে জুড়ে গেছে ‘থালা, থালা’ কোরাস। তামিল ভাষায় ‘থালা’ শব্দের অর্থ নেতা। ঝাড়খণ্ডের সন্তান হলেও বছরের পর বছর আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দিয়ে ধোনি একরকম হয়ে উঠেছেন চেন্নাইয়ের ঘরের ছেলে। সেখানে তার জনপ্রিয়তাও তুমুল।