ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবরই বটে। করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।
#BCCI president #SouravGanguly tests negative for #coronavirus https://t.co/OpmyIKkb2A
— Zee News English (@ZeeNewsEnglish) July 25, 2020
মূলত পরিবারের অন্য সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় টেস্ট করান ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক।
গেল ২০ জুন গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলি, তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি সবাই করোনা পজেটিভ হন।