IPL 2020: পরিবর্বন হল আইপিএলের ফাইনাল ম্যাচের তারিখ

0
82
ipl-2020
Photo credit: Twitter/IPL

আগে থেকেই ঠিক ছিল এ বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভিভো আইপিএল ২০২০। তবে পরিবর্বন হল ফাইনালের তারিখ।

রবিবার আইপিএল গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আইপিএলের ফাইনাল ৮ নভেম্বরের পরিবর্তে হবে ১০ নভেম্বর। ম্যাচের সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের অনুরোধে ফাইনাল ম্যাচ ২ দিন পিছনো হয়েছে।

সাধারণভাবে রোববার আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী এবার ফাইনাল হবে মঙ্গলবার। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় আইপিএলের বিকেলের ম্যাচ হবে বাংলাদেশ সময় চারটায় এবং রাতের ম্যাচ আটটায় ।

করোনা পরিস্থিতিতে এ বছর ভারতে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়, সেই কারণে ম্যাচের সম্ভাব্য ভেন্যু হওয়ার কথা রয়েছে দুবাই, আবু ধাবি, শারজায়।