সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে । আগামী২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিপক্ষে তাদের সিরিজ শুরু করবে।
এই সিরিজে থাকছে না কোনো টি-২০ ম্যাচ। প্রথম দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
৩ ফেব্রুয়ারি থেকে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ ও ২য় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
January 10: West Indies arrive
January 18: One-Day warm-up match, BKSP, Savar
January 20: 1st ODI, SBNCS, Dhaka
January 22: 2nd ODI, SBNCS, Dhaka
January 25: 3rd ODI, ZACS, Chattogram
January 28-31: Four-Day warm-up, M.A. Aziz Stadium, Chattogram
February 3-7: 1st Test Match, ZACS, Chattogram
February 11-15: 2nd Test Match, SBNCS, Dhaka