দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। ৩০৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
A good day for West Indies as they have restricted Bangladesh to 105/4 at stumps on day two 🏏
The hosts still trail by 304 runs.#BANvWI ➡️ https://t.co/Es33PQRdna pic.twitter.com/MONCHmHNyD
— ICC (@ICC) February 12, 2021
সফররত ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার তাদের প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়। এরপর প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দলীয় ৭১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বিপর্যয় নেমে আসে । ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েলের জোড়া শিকারে পরিণত হন শিকার সৌম্য (০) ও শান্ত (৪)।
এরপর ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল হক রানের গতি বাড়াতে চেষ্টা করেন । কিন্তু রাহকিম কর্নওয়াল অধিনায়ক মুমিনুলকে ফিরিয়ে দিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন ।
আউটের আগে ৩৯ বলে ২১ রান করেন মুমিনুল। মুমিনুল আউটের ৫ বল পরই ৫২ বলে খেলে ৪৪ রান করে বিদায় নেন তামিমও।
এরপর দিনের বাকি অংশে ক্রিজে থাকা মুশফিকুর রহিমের ২৭ ও মোহাম্মদ মিথুনের ৬ রানে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান।
ক্যারিবীয়দের পক্ষে গ্যাব্রিয়েল ৩১ রানে দুই, কর্নওয়াল এবং জোসেফ একটি করে উইকেট শিকার করেন।