ফরম্যাট যদি হয় টি-টোয়েন্টি, তাহলে উপমহাদেশে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের হার শতভাগ। তবে পাকিস্তান সফরে গিয়ে সেই রেকর্ড আর অক্ষত থাকলো না প্রোটিয়াদের।
Pakistan have done it 🔥
Hasan Ali slams a six to wrap up a 2-1 series win with eight balls remaining 🙌#PAKvSA | https://t.co/yCpa5Fvdbm pic.twitter.com/Vt3nSKMd5A
— ICC (@ICC) February 14, 2021
এশিয়া অঞ্চলে প্রথমবার কুড়ি ওভারের সিরিজ হারলো দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের ঝড়ো ইনিংসের পরও ৪ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।
লাহোরের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার মাঝে একা হাতে লড়েছেন মিলান। বাঁহাতি ব্যাটসম্যানের হার না মানা ৮৫ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৬৪ রান।
কঠিন লক্ষ্য হলেও মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ঝড়ে ৬ উইকেট হারিয়ে ৮ বল আগেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। তিন ম্যাচে ১৯৭ রান করা রিজওয়ান জেতেন সিরিজ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৪/৮ (মালান ২৭, হেনড্রিকস ২, স্মাটস ১, ফন বিলিয়োন ১৬, ক্লাসেন ০, মিলার ৮৫*, ফেলুকওয়ায়ো ০, প্রিটোরিয়াস ৯, ফোরটান ১০, সিপামলা ৮*; আফ্রিদি ৪-০-২৮-০, নওয়াজ ২-০-১৩-২, ফাহিম ৩-০-৩৮-০, হাসান ৪-০-২৯-২, জাহিদ ৪-০-৪০-৩, উসমান ৩-০-১২-১)।
পাকিস্তান: ১৮.৪ ওভারে ১৬৯/৬ (রিজওয়ান ৪২, হায়দার ১৫, বাবর ৪৪, তালাত ৫, আসিফ ৭, ফাহিম ১০, নওয়াজ ১৮*, হাসান ২০*; ফোরটান ৪-০-৩০-১, প্রিটোরিয়াস ৩-০-৩৩-১, স্মাটস ৩-০-২০-০, ফেলুকওয়ায়ো ২.৪-০-৩৭-০, সিপামলা ২-০-২৩-০, শামসি ৪-০-২৫-৪)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী পাকিস্তান
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নওয়াজ
ম্যান অব দা সিরিজ: মোহাম্মদ রিজওয়ান