বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সফলতায় মাশরাফি বিন মুর্তজার অবদান অনেক। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও অসাধারণ বল করেছেন তিনি। বিশ্বকাপে এসে কেন জানি নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন টাইগার ক্যাপ্টেন। প্রায় প্রতি ম্যাচেই ১০ ওভারের কোটা পূরণ করতেও দেখা যাচ্ছে না!
প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারছেন না! বল হচ্ছে একটু খরুচে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের পরই তার অবসর নেওয়ার জোর গুঞ্জন উঠেছে। তবে মাশরাফি সব সময় অন্যদের চাইতে আলাদা। ইনজুরির বিরুদ্ধে যুদ্ধ করেই টাইগারদের নেতৃত্ব দিয়ে আসছেন।
No distractions for Bangladesh captain Mashrafe Mortaza, as he dismisses talk of his possible retirement #CWC19
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 28, 2019
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে চান। মাশরাফি বলেন, ‘অবশ্যই এটা আমার শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শেষে অবসর নিচ্ছি না। এ মুহূর্তে এটি নিয়ে ভাবতেও চাই না, বিশেষ করে যেহেতু টুর্নামেন্ট এখনও চলছে। এটি ক্ষতির কারণ হতে পারে। এমন সময় মানুষ আবেগী হয়ে পড়ে। তবে বোর্ড যদি চায়, তা হলে এটা নিয়ে আমাকে ভাবতে হবে।’
তবে বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের পর মাশরাফি খেলা চালিয়ে যেতে চাইলে বোর্ড তার ইচ্ছাকে সম্মান দেখাবে।
কারণ মাশরাফির নেতৃত্বেই বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক উত্থান। বাংলাদেশের ক্রিকেটে ‘মাশরাফি’ একটা আবেগেরও নাম।