দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে ২৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচ টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউরা ।
Soumya Sarkar’s fighting half-century goes in vain as New Zealand win by 28 runs!
They have taken an unassailable 2-0 lead in the T20I series 🎉#NZvBAN | https://t.co/MpgKA3t8p3 pic.twitter.com/blQKxF4aE9
— ICC (@ICC) March 30, 2021
আজ নিউজিল্যান্ডের নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই দফায় বৃষ্টির কবলে কারণে নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে ।
জয়ের জন্য ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের জয়ের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৭০ রান। খেলার শুরুতেই দলীয় ১৩ রান করে লিটন দাস আউট হয়ে যায় । এরপর সৌম্য সরকার ঝড়ের গতিতে রান তুলে ২৭ বলে ৫১ রান করে সাউদির বলে আউট হন । এরপর নাঈম ৩৮ রান করে দলীয় ১১০ রানের মাথায় আউট হন । মাহমুদউল্লাহ ভাল খেলতে থাকলেও লেগ কাটার করতে গিয়ে অ্যাডাম মিলেনের বল লেগ স্টাম্পের উপরে লেগে ২১ করে আউট হন।
এছাড়া অন্য ব্যাটসম্যানরা জয়ের জন্য কেও প্রয়োজনীয় রান করতে পারেনি। এভাবেই ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে বাংলাদেশ তাদের ইনিংস শেষ করে ।