তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৫ রানে হেরে গিয়ে হোয়াটয়াশ হল বাংলাদেশ। এই জয়ের ফলে কিউইরা ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল।
New Zealand win the final T20I by 65 runs and sweep the series 3-0!
Todd Astle is the pick of the bowlers with returns of 4/13.#NZvBAN | https://t.co/m2JoVQFNLF pic.twitter.com/8s6gzqgK0Z
— ICC (@ICC) April 1, 2021
বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে ১০ ওভার করা হয় । এছাড়া ইনজুরির কারণে শেষ টি-টোয়েন্টিতে ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহর পরিবর্তে দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
বৃহস্পতিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অকল্যান্ডে আগে ব্যাট করতে নেমে অ্যালেনের ৭১ও গাপটিলের ৪৪ রানের সুবাদে নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৪১ রান করে।
হোয়াইটওয়াশ এড়াতে খেলতে নেমে প্রথম ওভারে সৌম্য সরকার ও লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।