গত ম্যাচেই ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে একশ উইকেটের মাইলফলকে পৌঁছতে তার আর দরকার ছিল দুই উইকেটের। আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেই পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন দ্য ফিজ। তার ১০০তম শিকার হারিস সোহেল।
💯 – Quickest Bangladeshi to 100 ODI wickets, and fourth fastest of all time (54 matches)
🔝 – Most wickets by a Bangladeshi bowler in a World Cup (20)
🖐️ – Second five-for in successionWhat a #CWC19 Mustafizur Rahman has had, and what a talent he is 💫#RiseOfTheTigers pic.twitter.com/B4ejqqBqOH
— Cricket World Cup (@cricketworldcup) July 5, 2019
১০০ উইকেটের মাইফলকে পৌঁছে যাওয়া বাংলাদেশের ৬ষ্ঠ বোলার মুস্তাফিজ। এর আগে এর আগে মাশরাফি বিন মুর্তজা (২৬৫), সাকিব আল হাসান (২৬০), আব্দুর রাজ্জাক (২০৭), রুবেল হোসেন (১২৪) এবং মোহাম্মদ রফিক (১১৯) এই মাইলফলক স্পর্শ করেন।
শুধু বাংলাদেশ কেন, বিশ্বের মানদণ্ডেই মোস্তাফিজের এ কীর্তি দারুণ। মোস্তাফিজের চেয়ে দ্রুত ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মাত্র তিনজন। ৪৪ ম্যাচে এ কীর্তি গড়ে সবার ওপরে আছেন রশিদ খান। আফগান লেগ স্পিনার এ রেকর্ড কেড়ে নিয়েছেন মিচেল স্টার্কের (৫২ ম্যাচ) কাছ থেকে।
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের আগে এ কীর্তি ছিল পাকিস্তানের সাকলায়েন মুশতাকের (৫২)। ১৯৯৭ সালে ১০০ উইকেট পাওয়া সাকলায়েনের দখলে ১৯ বছর ছিল এ রেকর্ড। একমাত্র শেন বন্ডই (৫৪ ম্যাচ) তাঁর রেকর্ড দখলে নেওয়ার কাছাকাছি গিয়েছিলেন। উইকেটের সেঞ্চুরি পেতে ব্রেট লিকেও ৫৫ ম্যাচ খেলতে হয়েছিল।