একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শোয়েব মালিক। শুক্রবার লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ৯৪ রানের ব্যবধানে জয়ের পর এক সংবাদ সম্মেলনে অবসর নেওয়ার কথা ঘোষণা দেন ।
Today I retire from One Day International cricket. Huge Thank you to all the players I have played with, coaches I have trained under, family, friends, media, and sponsors. Most importantly my fans, I love you all#PakistanZindabad 🇵🇰 pic.twitter.com/zlYvhNk8n0
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) July 5, 2019
তিনি বলেন , “কয়েক বছর আগে আমি পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ শেষে ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ”
এক টুইটার বার্তায় তিনি বলেন যে, “আমি এখন আমার পরিবার ও টি-২০ বিশ্বকাপে বেশি নজর দিতে পারবো ”
‘Every story has an end, but in life every ending is a new beginning’ @realshoaibmalik 🙃 u have proudly played for your country for 20 years and u continue to do so with so much honour and humility..Izhaan and I are so proud of everything you have achieved but also for who u r❤️
— Sania Mirza (@MirzaSania) July 5, 2019
সানিয়া মির্জা এক টুইট বার্তায় বলেছেন যে, ‘আমি গর্বিত যে, গত ২০ বছর যাবৎ তুমি অনেক সম্মানের সাধে দেশের জন্য খেলেছ ”
শোয়েব মালিক ২০১৯ সালে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তিনটি ম্যাচেই হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স । রান করেছেন মাত্র ৮ রান। এর মধ্যে ৮ (বনাম ইংল্যান্ড), ০ (বনাম অস্ট্রেলিয়া) এবং ০ (বনাম ভারত) ।
9️⃣ centuries
4️⃣4️⃣ half-centuries
1️⃣5️⃣8️⃣ wickets
7️⃣5️⃣3️⃣4️⃣ runsShoaib Malik has retired from ODI cricket. What a career he’s had 👏#PAKvBAN | #CWC19 pic.twitter.com/DJqc0w4YrO
— Cricket World Cup (@cricketworldcup) July 5, 2019
২০১৯ সালের বিশ্বকাপে মনোযোগ দেয়ার জন্য ২০১৫ সালের নভেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই ব্যাটসম্যান। ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মালিকের অভিষেক হয় । ২৮৭ টি একদিনের ম্যাচে শোয়েব মালিক করেছেন ৭৫৩৪ রান। ৯টি সেঞ্চুরি আর ৪৪টি হাফ সেঞ্চুরির সাধে ১৫৮টি উইকেট নিয়েছে ।
✅ Hugs galore
✅ Guard of honour
✅ Plenty of applausePakistan gave Shoaib Malik a fitting send-off as he retired from ODI cricket 👏#CWC19 pic.twitter.com/ESA4q1sLUM
— Cricket World Cup (@cricketworldcup) July 5, 2019
শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে দলে না থাকলেও ম্যাচ শেষে সরফরাজরা শোয়েব মালিককে গার্ড অব অনার দেন।