২০ বছর বয়সী লেগ স্পিনার রশিদ খানকে তিনটি ফরম্যাটে আফগানিস্তান ক্রিকেট দলের নতুন অধিনায়ক করা হল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আজ শুক্রবার এই ঘোষনা দিয়েছে।
@rashidkhan_19 appointed as Team Afghanistan’s new Captain across all three formats while Asghar Afghan appointed as Vice-Captain. pic.twitter.com/s78Nso67aF
— Afghanistan Cricket Board (@ACBofficials) July 12, 2019
আরো পড়ুন:
- Bangladesh tour Sri lanka 2019: Full Schedule, Squads, Venue, Results
- US Open Tennis 2019: Fixtures, Schedule, Dates, Time Table
সাবেক অধিনায়ক আসগর আফগানকে তার ডেপুটি নিয়োগ দেয়া হয়েছে । বিশ্বকাপের আগে আসগর আফগানকে সরিয়ে গুলবাদিন নাইবকে ওয়ানডে, রহমত শাহকে টেস্ট ও রশিদ খানকে টি-২০ অধিনায়ক নির্বাচন করেছিল এসিবি।
বিশ্বকাপের আগে এসিবি অধিনায়কের পদ থেকে আসগর আফগানকে সরিয়ে তার জায়গায় গুলবাদিনকে নিয়োগ করেছিলেন, যা আফগান ভক্ত এবং অনেক সিনিয়র খেলোয়াড়ই এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল।
২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। লীগ পর্বের সবগুলি ম্যাচ হেরে পয়েন্ট তালিকার শেষ স্থানে ছিল।
রশিদ অধিনায়ক হিসেবে প্রথমেই বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে একটি টেস্ট ও দুইটি টি-২০ ম্যাচ খেলবে এবং এরপর পূর্ণাঙ্গ হোম সিরিজ হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-২০, তিনটি ওডিআই ও একটি টেস্ট ম্যাচ খেলবে ভারতের মাটিতে ।