বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করার পর টেস্ট দলেও অভিষেক হতে যাচ্ছে জেসন রয়ের। বিশ্বকাপ জয়ী ওপেনারকে প্রথমবার টেস্ট দলে ডেকেছে ইংল্যান্ড।
#CWC19 winner ✔️
Test call-up ✔️It’s been quite a few days for Jason Roy! https://t.co/gNA2uJP2xQ
— ICC (@ICC) July 17, 2019
ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রয়। হ্যামস্ট্রিংয়ের চোটে তিন ম্যাচ পর ফিরে টানা জয়ে স্বাগতিকদের সেমিফাইনালে তুলতে দারুণ খেলেছেন এই ওপেনার। তার অবদানকে স্বীকৃতি দিতেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দলে তাকে রাখলেন নির্বাচকরা।
আইরিশদের বিপক্ষে ২৪ জুলাইয়ের টেস্টে অভিষেক হলে ররি বার্নসের সঙ্গে উদ্বোধনী জুটি গড়বেন রয়। সবকিছু ঠিক থাকলে এজবাস্টনে ১ আগস্ট শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজেও ডাক পেতে পারেন তিনি।
🚨 BREAKING NEWS 🚨
We have named the squad for our inaugural Test match against Ireland!#ENGvIRE
— England Cricket (@englandcricket) July 17, 2019
বিশ্বকাপ ফাইনালে চমৎকার দুটি ইনিংস খেলা বেন স্টোকস ও জস বাটলারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। দলে ফিরেছেন এখনও ইংল্যান্ডের হয়ে কোনো টেস্ট না খেলা পেসার অলিভার স্টোন।
টেস্টের ইংল্যান্ড দল:
জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, অলিভার স্টোন, ক্রিস ওকস।