India tour West Indies 2019: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দল ঘোষণা, দলে নেই ধোনি

0
433

মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা-কল্পনার মধ্যে অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে ভারত। তবে এখনই বিদায় বলছেন না মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় সাবেক অধিনায়কের আপাতত লক্ষ্য আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ধোনি না থাকলেও তার সঙ্গে কথা হয়েছে ভারতের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদের। ধোনি জানিয়েছেন এখনই অবসর ভাবনা নেই তার। তবে ধোনিকে তিনি জানিয়ে দিয়েছেন, ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায় সেভাবে আর ভাবা হচ্ছে না ধোনিকে। তাই নির্বাচকরা তরুণদের নিয়ে খুব করে ভাবছেন।

চোট কাটিয়ে এক বছর পর টেস্ট দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। টেস্টে তার সঙ্গে উইকেটরক্ষক হিসেবে থাকা রিশাব পান্ত আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে ভারত। ৩ অগাস্ট ফ্লোরিডায় প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সফর।

টেস্টের ভারত দল:

মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রোহিত শর্মা, রিশাব পান্ত (উইকেটরক্ষক) ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।

ওয়ানডের ভারত দল:

লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রোহিত শর্মা, রিশাব পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলীল আহমেদ, নবদীপ শাইনি।

টি-টোয়েন্টির ভারত দল:

লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রোহিত শর্মা, রিশাব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, খলীল আহমেদ, নবদীপ শাইনি।