বিশ্বকাপের আগেই পুরনো তারকাদের দলে ভেড়ানোর একটা পদক্ষেপ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আন্দ্রে রাসেলকে বিশ্বকাপে খেলিয়ে তার প্রমাণও দিয়েছে তারা। এবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুনীল নারিন ও কিয়েরন পোলার্ডকে দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান বোর্ড।
BREAKING: WEST INDIES SQUAD RELEASED FOR 1ST AND 2ND T20I vs INDIA IN FLORIDA. #ItsOurGame pic.twitter.com/gGU5Gde77E
— Windies Cricket (@windiescricket) July 22, 2019
বিশ্বকাপ চলাকালীন আন্দ্রে রাসেল চোটে পড়েছিলেন। এই দলে তাকে রাখা হলেও খেলতে হলে ফিটনেস পরীক্ষা উতরে যেতে হবে। দলে নতুন মুখ হিসেবে রয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান অ্যান্থনি ব্রাম্বল। ক্রিস গেইল কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলবেন বলে তার বদলে এসেছেন ওপেনিং ব্যাটসম্যান জন ক্যাম্পবেল।
প্রায় দুই বছর আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে খেলা নারাইনের সঙ্গে স্পিন আক্রমণে আছেন ক্যারি পিয়ের। পোলার্ড গত নভেম্বরে শেষ খেলেছিলেন দেশের হয়ে।
Sunil Narine ✔️
Kieron Pollard ✔️
Chris Gayle ❌
Andre Russell ❓West Indies have announced their 14-man squad for the first two T20Is against India 👇 https://t.co/ipfVWj66Wp
— ICC (@ICC) July 23, 2019
ফ্লোরিডায় আগামী ৩ অগাস্ট হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডেও খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল:
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যান্থনি ব্রামবল (উইকেটরক্ষক), জন ক্যাম্পবেল, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনিল নারাইন, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, ওশান টমাস।