আজ ২৬ জুলাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তবে তিনি ওয়ানডে ও আগামী বছর অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করার কথা জানিয়েছে ।
📰 @iamamirofficial announces retirement from Test cricket.
MORE: https://t.co/vgCobl8eOq pic.twitter.com/F8lBoeO9VA
— Pakistan Cricket (@TheRealPCB) July 26, 2019
২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বছর বয়সে টেস্ট অভিষেকের পর ২০১১ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে জড়িত থাকার জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে খেলা শুরু করেন ।
২৭ বছর বয়সী আমির এক বিবৃতিতে বলেন, “পাকিস্তানের জন্য আমার খেলার ইচ্ছা রয়েছে এবং আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ টিমের আসন্ন খেলাগুলোতে অবদান রাখার জন্য আমি শারীরিক ভাবে ফিট থাকার চেষ্টা করব “।
Thank you PCB, our PM @ImranKhanPTI @wasimakramlive bhi @SAfridiOfficial bhi @waqyounis99 & @yousaf1788. Thank you and my fans for always supporting me and I hope you all will support my this decision also.see video link https://t.co/BbAYzPbncl
— Mohammad Amir (@iamamirofficial) July 26, 2019
আমির ৩৬ টেস্টে গড়ে ৩০.৪৭ রান দিয়ে ১১৯টি উইকেট নিয়েছেন। ২০১৬ সালে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ২২ টি টেস্ট খেলে ৬২ উইকেট নিয়েছেন । ২০১৭ সালের এপ্রিল মাসে উইন্ডিজের বিপক্ষে কিংস্টনে ৪৪ রানে ছয় উইকেট তার সেরা বোলিং ছিল। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট ম্যাচ ছিল।
এছাড়া তিনি ৭৭ টি একদিনের আন্তর্জাতিক ও ৪২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন । ২০১৯ সালের বিশ্বকাপে ১৭ উইকেট নিয়েছেন আমির ।