বিপিএলের সপ্তম আসরের প্রস্তুতি শুরু হয়েছে । মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ফ্রাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরু হবে আগামী ৬ ডিসেম্বর।
এছাড়া ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ৬ ডিসেম্বর হবে প্রথম ম্যাচ। টুর্নামেন্টের ফাইনালের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি।
তবে বিপিএলের সপ্তম আসরে ঠিক কতটি দল অংশ নেবে তা এখনই নিশ্চিত করেনি বিসিবি। ইতোমধ্যে গতবারের দলগুলো ভালো বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর কাজ শুরু করে দিয়েছে। অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে প্লেয়ার্স ড্রাফট।
গত ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কারণে বিপিএলের ষষ্ঠ আসর শেষ হয়েছিল চলতি বছর ফেব্রুয়ারিতে।
এবার ডিসেম্বরে আবারও বিপিএল হওয়ায় এক বছরেই হতে যাচ্ছে টুর্নামেন্টের দুটি আসর।