রবিবার কলম্বোর আর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে ৭ উইকেটে। তাতে সিরিজও হারতে হলো সফরকারীদের। ব্যাটসম্যান-বোলারদের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক তামিম ইকবাল।
Sri Lanka win by seven wickets and seal the series with a game to spare!
Avishka Fernando was in fine form today, hitting a 75-ball 82 🙌 #SLvBAN pic.twitter.com/QfywCcz6fZ
— ICC (@ICC) July 28, 2019
২০০৭ সালের পর প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরে গেলো বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালে আগের দুই সফরে তিন ম্যাচের সিরিজ তারা শেষ করেছিল ১-১ এ সমতায় রেখে। কিন্তু এবার এক ম্যাচ আগেই তাদের বিপক্ষে সিরিজ জিতলো লঙ্কানরা।
মুশফিকের অপরাজিত ৯৮ রানের ওপর ভর করে ৮ উইকেটে ২৩৮ রান করে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এটাই তাদের সর্বোচ্চ।
আভিশকা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ফিফটিতে ৩২ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা।
আগামী বুধবার হোয়াইটওয়াশ হওয়া এড়ানোর লক্ষ্যে একই মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৮/৮ (তামিম ১৯, সৌম্য ১১, মিঠুন ১২, মুশফিক ৯৮*, মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১১, মোসাদ্দেক ১৩, মিরাজ ৪৩, তাইজুল ৩, মুস্তাফিজ ২*; ধনাঞ্জয়া ১০-০-০৩৯-০, প্রদিপ ১০-০-৫৩-২, উদানা ১০-০-৫৮-২, কুমারা ১০-০-৪২-০, দনাঞ্জয়া ১০-০-৩৯-০২)
শ্রীলঙ্কা: ৪৪.৪ ওভারে ২৪২/৩ (ফার্নান্দো ৮২, করুনারত্নে ১৫, কুসল পেরেরা ৩০, মেন্ডিস ৪১*, ম্যাথিউস ৫২*; মিরাজ ১০-০-৫১-১, শফিউল ৫-০-২৯-০, তাইজুল ১০-২-৩৫-০, মুস্তাফিজ ৮-০-৫০-২, মোসাদ্দেক ৭-০-৩২-০, সাব্বির ২.৪-০-২০-০, সৌম্য ২-০-১৬-০)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আভিশকা ফার্নান্দো