বিশ্বকাপে ব্যর্থতার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া । তৃতীয় ও শেষ ম্যাচে টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করে সিরিজ জিতে নেয় ভারত।
A 3-0 series win for India!
Rishabh Pant finishes unbeaten on 65 as India win by seven wickets. With the ball it was Deepak Chahar who impressed, taking 3/4. #WIvIND SCORECARD 👇https://t.co/BLwOeTRm5h pic.twitter.com/BAlOGIn4bT
— ICC (@ICC) August 6, 2019
মঙ্গলবার গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৪৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৭ রান তাড়া করে বিরাট কোহলি ও পন্তের হাফ-সেঞ্চুরিতে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
এর আগে ফ্লোরিডার প্রথম দু’টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে ছিল বিরাটের দল । শেষ ম্যাচে সাত উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।
পোলার্ডের হাফ-সেঞ্চুরি এবং রভম্যান পাওয়েলের মারমুখী ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৪৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে কোহলির ৫৯ ও পান্তের অপরাজিত ৬৫ রানের সুবাদে ভারত ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান করে ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৬/৬ (পোলার্ড ৫৮, পুরান ১৭, পাওয়েল ৩২*, দীপক চাহার ৩/৪)
ভারত: ১৯.১ ওভারে ১৫০/৩ (রাহুল ২০, কোহলি ৫৯, পান্ত ৬৫* ; ২/২৯, অ্যালেন ১/১৮)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ভারত ৩-০ এ জয়ী
ম্যান অব দা ম্যাচ: দীপক চাহার
ম্যান অব দা সিরিজ: ক্রুনাল পান্ডিয়া