কিছুদিন আগে বড় ধরনের পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। ফুটবল স্টাইলে ম্যানেজমেন্টের পরিবর্তন আনায় নেতৃত্বেও পরিবর্তনের আভাস দিয়েছিল সিএসএ। টেস্টে অবশ্য নতুন করে কাউকে আর অধিনায়ক বানায়নি তারা।
“Faf will be the captain of the Test team and then we will talk about the white-ball strategy to 2023.”
Details 👇https://t.co/HGFoghXBuu
— ICC (@ICC) August 7, 2019
সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে তিন টেস্টের সিরিজে ফাফ দু প্লেসিকেই দলটির নেতৃত্বে রাখা হয়েছে। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে যে একটা পরিবর্তন আসবে তার একটা ইঙ্গিত দিয়েছে তারা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক কোরি ফন জিল নিশ্চিত করেছেন টেস্টে দু প্লেসিকেই অধিনায়ক রেখে দেওয়া হবে। পাশাপাশি জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপের দিকে তাকিয়ে নতুন পথে নতুন কৌশল নিয়ে এগোবেন তারা।
৩৫ বছর বয়সী দু প্লেসির বিশ্বাস, আরও অন্তত ২-৩ বছর খেলার সামর্থ্য তার আছে। নেতৃত্ব চালিয়ে যেতে আগ্রহী ছিলেন তিনি।