ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত। হারা ম্যাচে ২৪ বলে ১১ রানের স্বভাববিরুদ্ধ এক ইনিংস খেলেছেন ক্রিস গেইল। তাতেই পৌঁছে গেছেন অনন্য দুই মাইলফলকে। ছাড়িয়ে গেছেন লারাকে।
🌴v 🇮🇳
A trip down memory lane with the Universe Boss as WI Salute @henrygayle for achieving 300 ODI matches!🙌🏾 #WIvIND #MenInMaroon #ItsOurGame pic.twitter.com/lFNVbpFMBC— Windies Cricket (@windiescricket) August 11, 2019
পোর্ট অব স্পেনে রোববার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলক ছুঁয়েছেন গেইল। ছাড়িয়ে গেছেন ত্রিনিদাদের বরপুত্র ব্রায়ান চার্লস লারাকে।
কিংবদন্তি এ সাবেক বাঁহাতিকে ওয়ানডে ম্যাচের সংখ্যাতেও টপকে গেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা গেইল। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে খেললেন ৩০০ ওয়ানডে। লারা খেলেছিলেন ২৯৯ ম্যাচ।
তবে সবগুলো ম্যাচ উইন্ডিজের জার্সিতে খেলেননি গেইল। ২০০৫ সালে বিশ্ব একাদশের হয়ে ৩ ম্যাচ খেলেছিলেন তিনি। একই বছর একই দলের হয়ে লারা মাঠে নেমেছিলেন ৪ ম্যাচে। আর ক্যারিবিয়ানদের হয়ে তিনি খেলেছেন ২৯৫ ওয়ানডে।
REINTRODUCING the Universe Boss!🐐😎 The man with the most ODI runs in West Indies history!🙌🏾 WI Salute You! #WIvIND #MenInMaroon #ItsOurGame pic.twitter.com/GE2i77qavA
— Windies Cricket (@windiescricket) August 11, 2019
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডে লারাকে ছুঁতে এ দিন গেইলের প্রয়োজন ছিল কেবল ৬ রান। এই রানটুকু করতেই তাকে অপেক্ষা করতে হয় নবম ওভার পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার ওয়ানডে রান এখন ১০ হাজার ৩৫৩। লারা থেমেছিলেন ১০ হাজার ৩৪৮ রানে।