Image source: Cricket World Cup/twitter

ভারত সফরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন কুইন্টন ডি কক। ১৪ সদস্যের দলে জায়গা হয়নি এই সংস্করণে প্রোটিয়াদের আগের অধিনায়ক ফাফ দু প্লেসির।

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সফরের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তিনজন নতুন মুখ রেখে টেস্ট দল বাছাই করেছে তারা।

বিশ্বকাপ শুরু হওয়ার সপ্তাহখানেক আগে নেটে বল করার সময় চোট পান আনরিখ নোর্টি। তাতে দলের সঙ্গে ইংল্যান্ডে যাওয়া হয়নি। মাত্র চারটি ওয়ানডে খেলা এই ফাস্ট বোলার এবার ডাক পেলেন টেস্ট দলে।

ভারত সফরে টেস্ট সিরিজের দলে তার সঙ্গে আরও দুই নতুন মুখ উইকেটরক্ষক রুডি সেকেন্ড ও স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি।

টেস্টের দক্ষিণ আফ্রিকা দল: 

ফাফ দু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), টিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবাইর হামজা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ভারনন ফিল্যান্ডার, ড্যান পিট, কাগিসো রাবাদা, রুডি সেকন্ড।

টি-টোয়েন্টির দক্ষিণ আফ্রিকা দল:

কুইন্টন ডি কক (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন (সহ-অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, ডেভিড মিলার, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, জন-জন স্মাটস।