Image source: ICC/twitter

বিরাট কোহলি তো কদিন আগে বলেই দিয়েছিলেন, রবি শাস্ত্রীই তার প্রথম পছন্দ কোচ হিসেবে। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) শেষ পর্যন্ত আস্থা রেখেছে শাস্ত্রীর উপর।

অন্য দলগুলো যেখানে বিশ্বকাপের পর কোচ বিদায় দিয়ে হন্যে হয়ে খুঁজছে নতুন কাউকে। সেখানে ভারতও একটা ঝাঁকি দিয়েছিল নতুন কোচের জন্য।

যে তালিকায় সাবেক কিউই কোচ মাইক হেসন, ভারতের সাবেক ফিল্ডিং কোচ ও খেলোয়াড় রবিন সিং, ভারতীয় দলের সাবেক ম্যানেজার লালচাঁদ রাজপুত, আফগানিস্তানের সদ্য বিদায়ী কোচ ফিল সিমন্স কিংবা অস্ট্রেলিয়ান টম মুডির মতো নামও ছিল।

নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

সন্ধ্যায় মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে সাবেক ক্রিকেটার কপিল দেব জানান তিনজন কোচ প্রার্থীর মধ্যে তুমুল লড়াই হয়েছে। তবে তারা শেষ পর্যন্ত নানা দিক বিবেচনায় বেছে নিয়েছেন শাস্ত্রীকেই।

শাস্ত্রী ভারতের কোচ হয়ে যাওয়ায় মাইক হেসনকে পেতে বাংলাদেশের সম্ভাবনা বেড়ে গেল। নিউজিল্যান্ডের সাবেক এই সফল কোচ জোর বিবেচনায় আছেন বিসিবির।