দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল ডোমিঙ্গো। ৪৪ বছর বয়সী সাবেক প্রোটিয়া এই কোচ বাংলাদেশের দায়িত্ব নেবেন ২১ আগস্ট।
Media Release.https://t.co/Rfx2fBHlmS
— Bangladesh Cricket (@BCBtigers) August 17, 2019
নতুন দায়িত্ব পেয়ে খুব উচ্ছ্বসিত বাংলাদেশের নতুন এই কোচ। শনিবার দুপুরে বিসিবিতে সংবাদ সম্মেলনে নতুন কোচ হিসেবে ডমিঙ্গোর নাম জানান সভাপতি নাজমুল হাসান।
JUST IN: South Africa’s Russell Domingo has been appointed as the Bangladesh head coach for a two-year term ⬇️https://t.co/nFJ2D1bigr
— ICC (@ICC) August 17, 2019
গত ৭ অগাস্ট ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন ডমিঙ্গো। তার উপস্থাপনায় বিসিবি সন্তুষ্ট বলে পরে জানিয়েছিলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। আগামী বুধবার দলের সঙ্গে যোগ দিয়ে কাজ শুরু করবেন নতুন কোচ।
এদিকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় ডোমিঙ্গোকে শুভ কামনা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বোর্ডের ক্রিকেট ডিরেক্টর ভ্যান জিল শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জে রাসেলকে শুভ কামনা।’
#CSAnews CSA wishes Domingo well in new position https://t.co/uyF3gVnJAE pic.twitter.com/y5sulAGEPx
— Cricket South Africa (@OfficialCSA) August 17, 2019
স্টিভ রোডসের উত্তরসূরী হিসেবে নিয়োগ পেলেন ডোমিঙ্গো। তার প্রথম অ্যাসাইনমেন্ট ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।
তার সঙ্গে বোলিং কোচ হিসেবে শার্ল ল্যাঙ্গেভেল্ট ও ব্যাটিং কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জি কাজ করবেন। দুজনই দক্ষিণ আফ্রিকান। ডোমিঙ্গো যখন দক্ষিণ আফ্রিকার হেড কোচ ছিলেন (২০১৩ থেকে ২০১৭), তখনও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য ছিলেন এই দুজন।