জসপ্রিত বুমরাহর বোলিং তোপে বিদেশের মাটিতে রেকর্ড জয় তুলে নিয়েছে ভারত। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েছে সফরকারীরা। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৬০ পয়েন্ট পেয়েছে ভারত।
An incredible day of Test cricket.
West Indies are bowled out for 100 and India win the Test by 318 runs!#WIvIND pic.twitter.com/S7AZyd5nHb
— ICC (@ICC) August 25, 2019
অ্যান্টিগায় আগের দিনই বড় পুঁজি প্রাপ্তির পথটা সুগম করে রেখেছিল ভারত। সফরকারীদের এমন সাফল্যে একের পর এক রেকর্ড হয়েছে সঙ্গী।
বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের সেঞ্চুরি ছাড়ানো ইনিংসে গড়েছে মঞ্চটা। এমন জুটি আবার ছাড়িয়ে গেছে সৌরভ গাঙ্গুলী ও টেন্ডুলকারকেও।
দুই কিংবদন্তির সেঞ্চুরি ছাড়ানো জুটি ছিল ৭টি। সেখানে রাহানে আর কোহলির হয়ে গেছে আটটি। কোহলি ৫১ রান করে ফিরলেও পরে রাহানে প্রতিরোধের দেয়ালটা আরও বড় করতে পারেন হনুমা বিহারীর দৃঢ়চেতা ব্যাটিংয়ের কল্যাণে।
রাহানে ১০২ রান করতে পারলেও সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বিহারী। ৯৩ রানে ফিরে গেছেন। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। তাতে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ৪১৯ রান।
8⃣ overs
3⃣ maidens
7⃣ runs
5⃣ wicketsIndia pacer @Jaspritbumrah93 was on 🔥 against West Indies! pic.twitter.com/KDOAr2Zt2p
— ICC (@ICC) August 26, 2019
৪১৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১০০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বুমরাহ ৫ উইকেট নেন ৭ রানে। ইশান্ত ৩১ রানে নেন তিনটি। শামি ২ উইকেট নেন ১৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ২৯৭
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২২২
ভারত ২য় ইনিংস: (আগের দিন ১৮৫/৩) ১১২.৩ ওভারে ৩৪৩/৭ ইনিংস ঘোষণা (কোহলি ৫১*, রাহানে ১০২, বিহারী ৯৩, পান্ত ৭, জাদেজা ১*; রোচ ২০-৮-২৯-১, গ্যাব্রিয়েল ১৬-৩-৬৩-১, চেইস ৩৮-৫-১৩২-৪, হোল্ডার ১৮.৩-৪-৪৫-১, কামিন্স ৭-১-২০-০, ক্যাম্পবেল ৬-০-২০-০, ব্র্যাথওয়েইট ৭-০-২৪-০)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৪১৯) ২৬.৫ ওভারে ১০০ (ব্র্যাথওয়েইট ১, ক্যাম্পবেল ৭, ব্রুকস ২, ব্রাভো ২, হেটমায়ার ১, চেইস ১২, হোপ ২, হোল্ডার ৮, রোচ ৩৮, গ্যাব্রিয়েল ০, কামিন্স ১৯*; ইশান্ত ৯.৫-১-৩১-৩, বুমরাহ ৮-৪-৭-৫, জাদেজা ৪-০-৪২-০, শামি ৫-৩-১৩-২)
ফল: ভারত ৩১৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অজিঙ্কা রাহানে