ভারত, ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ চলছে। এর মধ্যেই অবসর নিয়ে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের বোলার। অবশ্য বর্তমান স্কোয়াডের নন। বয়সও কম নয়। ৮৫ বছর বয়সে অবশেষে ক্যারিবিয়ান পেসার সিসিল রাইট অবসর নিলেন।
West Indies pacer Cecil Wright to retire at 85 after taking over 7,000 wickets in 60-year career
Read: https://t.co/Xgerq01Ep7 pic.twitter.com/G5GasqPSiy
— The Field (@thefield_in) August 29, 2019
বর্তমানে কুড়ি থেকে তিরিশের কোটায় বোলাররা অবসর নিয়ে ফেলেন। তবে অবসরকে বুড়ো আঙুল দেখিয়েই রেখেছিলেন ৮৫ বছরের ক্যারিবীয় পেসার।
পরিসংখ্যান বলছে, ৬০ বছরের কেরিয়ারে তিনি ৭০০০ উইকেট নিয়েছেন। সঙ্গে ডেইলি মিরর-এ দাবি করা হচ্ছে এই দীর্ঘ ক্রিকেটিয় কেরিয়ারে ২০ লাখেরও বেশি ম্যাচ খেলেছেন সিসিল।
তবে আর বেশিদিন নয়, আগামী ৭ সেপ্টেম্বর তিনি লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন। সেদিন ওল্ডহ্যামে পেনি লিগে আপারমিলের হয়ে স্প্রিংহেডের বিরুদ্ধে খেলবেন ৮৫-র বিস্ময় তরুণ।
ইংল্যান্ডের সেন্ট্রাল ল্যাঙ্কশায়ার লিগে ক্রম্পটনের হয়ে কেরিয়ার শুরু করেন তিনি। তিন বছর পরে তিনি বান্ধবী এনিডের সঙ্গে সাক্ষাতের পরে ইংল্যান্ডেই থেকে যাওয়ার বিষয়ে মনস্থির করেন।
টানা পাঁচ মরশুম তিনি কেরিয়ারের মধ্যগগনে ছিলেন। এই পাঁচ মরশুমেই তিনি ৫৩৮ উইকেট দখল করেন। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ২৭ বল অন্তর রাইট উইকেট নিতেন।