ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে গতির ঝলক দেখাচ্ছেন টিম ইন্ডিয়ার পেসার জাসপ্রিত বুমরাহ। একের পর এক গতিময় বলে প্রথম ইনিংসে উইন্ডিজকে ধসিয়ে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিকের দেখা পেয়ে গেছেন তিনি। টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে এই নৈপুণ্য দেখিয়ে বুমরাহ নাম তুলেছেন ইতিহাসের পাতায়!
Indian bowlers to have claimed a hat-trick in Test cricket:
🎩 Harbhajan Singh v Australia in 2001
🎩 Irfan Pathan v Pakistan in 2006
🎩 Jasprit Bumrah v West Indies in 2019Which one’s your favourite? pic.twitter.com/hwuhLDtxmK
— ICC (@ICC) September 1, 2019
বোলিংয়ে নেমে দলীয় ৯ রানে উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেলকে ফেরান বুমরাহ। হ্যাটট্রিকের দেখা পান নিজের চতুর্থ ওভারে। ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে স্লিপে লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন বুমরাহ। তৃতীয় বলে সামারা ব্রুকসকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। আর চতুর্থ বলে রোস্টন চেজকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন বুমরাহ।
ভারতের হয়ে এর আগে টেস্ট হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন কেবল দুইজন। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতায় হ্যাটট্রিক করেছিলেন অফ স্পিনার হরভজন সিং। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে করাচীতে হ্যাটট্রিক করেছিলেন বাঁহাতি পেসার ইরফান পাঠান।
আগের টেস্টেই অ্যান্টিগায় ৭ রানে ৫ উইকেট নিয়ে ভারতের হয়ে সবচেয়ে কম রানে ৫ উইকেটের রেকর্ড গড়েছিলেন বুমরাহ। এই টেস্টেও দেখা গেল তার একইরকম রুদ্ররূপ।