বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠতম টেস্ট অধিনায়ক হলেন আফগানিস্তানের রশিদ খান । বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে টস করেই টেস্ট অধিনায়কত্বে অভিষেকের দিনটিতে রশিদের বয়স ২০ বছর ৩৫০ দিন। এর আগে ২০০৪ সালে ৬মে শ্রীলঙ্কার বিপক্ষে হারারে টেস্টে টস করার দিন জিম্বাবুয়ের টাইবুর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন।
Against Bangladesh today, 🇦🇫’s @rashidkhan_19 became the youngest man to lead in a Test match 🙌#BANvAFG pic.twitter.com/uBCOK0tzpQ
— ICC (@ICC) September 5, 2019
টেস্টের রেকর্ডটি টাইবুর আগে দীর্ঘদিন ছিল ভারতের মনসুর আলি খান পতৌদির। ২১ বছর ৭৭ দিন বয়সে ১৯৬২ সালে ২৩ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে টস করে অভিষেক হয়েছিল তার ।
গত বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আফগানিস্তানের তৃতীয় নির্ধারিত পাঁচ দিনের ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে জয়ের আগে তারা তাদের অভিষেক টেস্টে ভারতের কাছে ২৬২ রানে পরাজিত হয়েছিল।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশে দুটি ম্যাচ হেরেছিল এবং তৃতীয় ও শেষ ম্যাচটি ক্রাইস্টচার্চে মসজিদে হামলার কারণে বাতিল করা হয় ।