আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল । আজ বৃহস্পতিবার স্কটল্যান্ডের ডান্ডিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বাছাইপর্বের ফাইনালে পৌঁছেছে সালমা খাতুনের দল।
The moment Bangladesh secured qualification for the #T20WorldCup! pic.twitter.com/kN5SKKRDwD
— T20 World Cup (@T20WorldCup) September 5, 2019
টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮৫ রান করে আয়ারল্যান্ড। আইরিশদের পক্ষে অধিনায়ক লরা ডেলানি ৩৯ বলে ২৫ ও ইমার রিচার্ডসন ১৭ বলে ২৫ রান করেন। ফাহিমা খাতুন ১৮ রান দিয়ে তিন উইকেট নেন ।
অল্প রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ৩০ রানে ৪ উইকেট চলে যাওয়ার পর বাংলাদেশ শিবিরে কিছুটা হতাশা নেমে আসে । এরপর সানজিদা ইসলামের অপরাজিত ৩২ রানের সুবাদে বাংলাদেশ ১৮.৩ ওভার এ ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য কাঙ্খিত ৮৬ রান করে ।
ম্যান অফ দি ম্যাচ নিবাচিত হন সানজিদা ইসলাম ।