চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের জন্য মোটেও ভালো ছিল না । আফগানদের দুই স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবীর ঘূর্ণি বলে বাংলাদেশ প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। ফলে ২ উইকেট হাতে নিয়ে ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ।
Stumps, Day 2.#BANvAFG #RiseOfTheTigers pic.twitter.com/2xbV4N6Wwn
— Bangladesh Cricket (@BCBtigers) September 6, 2019
আফগানিস্তানের অধিনায়ক রশিদ ৪৭ রানে ৪ উইকেট। নবী ৫৩ বলে ২ উইকেট নেন।
গতকাল টেস্টের প্রথম দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওপেনার রহমত শাহ’র ১০২ ও আসগর আফগানের অপরাজিত ৮৮ রানের সুবাদে দিন শেষে ৫ উইকেটে ২৭১ রান করেছিলো আফগানিস্তান। টেস্ট ক্রিকেটে আফগানিস্তানকে প্রথম সেঞ্চুরি এনে দেন রহমত শাহ। নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রান করেছে আফগানিস্তান।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ১১৬ রানে ৪টি, সাকিব আল হাসান-নাইম হাসান ২টি করে এবং মেহেদি হাসান মিরাজ-মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন।
স্কোর কার্ড (টস-আফগানিস্তান) :
আফগানিস্তান : ৩৪২/১০, ১১৭ ওভার (রহমত ১০২, আসগর ৯২, তাইজুল ৪/১১৬)।
বাংলাদেশ : ১৯৪/৮, ৬৭ ওভার (মোমিনুল ৫২, মোসাদ্দেক ৪৪*, রশিদ ৪/৪৭)।