স্কটল্যান্ডের ডান্ডিতে শনিবার থাইল্যান্ডের বিপক্ষে ৭০ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয়বার এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের নারী ক্রিকেট দল। এর আগে সেমিফাইনাল জিতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ ।
Bangladesh Women’s become the champion of ICC Women’s T20 World Cup Qualifier 2019 by beating Thailand Women in the final. Congratulations Tigresses 🏆#BCB #BANWvTHAW pic.twitter.com/XuDidUO3y9
— Bangladesh Cricket (@BCBtigers) September 7, 2019
টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে বাংলাদেশ নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানে অপরাজিত থাকেন ওপেনার সানজিদা ইসলাম।
নাটায়া বুচাথাম ৩১ রানে নেন দুই উইকেট।
ম্যাচ জেতার জন্য রান তাড়া করার শুরুতেই উইকেটে পড়তে থাকে থাইল্যান্ডের। প্রথম ১০ ওভারে ২০ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা । বাকি ১০ ওভারে আরো ৩ উইকেট হারিয়ে ৬০ রানে অল আউট হয়ে যায়।
দুটি করে উইকেট নেন বাংলাদেশের নাহিদা আক্তার ও শায়লা শারমিন।
Here’s how the groups for the #T20WorldCup shape up 👇 pic.twitter.com/O2V9UqTSHd
— T20 World Cup (@T20WorldCup) September 7, 2019
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল ‘এ’ গ্ৰুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলংকার মুখোমুখি হবে ।